মুসলিম পরিবার নেই, তাই নাম বদল! মুসতাফাবাদ হবে ‘কবীরধাম’, ঘোষণা যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার ঘোষণা করেছেন, লখিমপুর খেরি জেলার মুসতাফাবাদ গ্রামের নাম বদলে রাখা হবে ‘কবীরধাম’। তাঁর দাবি, ওই গ্রামে একটিও মুসলিম পরিবার নেই, তাই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে “ঐতিহ্য পুনরুদ্ধারের” লক্ষ্যে।

যোগী আদিত্যনাথ এই ঘোষণা করেন ‘স্মৃতি প্রকাশোৎসব মেলা’-তে অংশগ্রহণ করতে গিয়ে। তিনি বলেন, “আমি জানতে পারি গ্রামের নাম মুসতাফাবাদ, কিন্তু এখানে কোনও মুসলিম পরিবার নেই। তাই আমি আশ্বাস দিয়েছি, এই গ্রামের নাম বদলে কবীরধাম রাখা হবে।”

তিনি আরও বলেন, অতীতে ফৈজাবাদ ও এলাহাবাদ নামকরণ হয়েছিল ধর্মীয় উদ্দেশ্যে, যা ছিল “ছদ্ম ধর্মনিরপেক্ষতা”। বিজেপি ক্ষমতায় আসার পর সেই নাম বদলে অযোধ্যা ও প্রয়াগরাজ করা হয়েছে। একইভাবে মুসতাফাবাদকে কবীরধাম করা হবে, যাতে সন্ত কবীরের ঐতিহ্য পুনরুদ্ধার হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, নাম বদলের রাজনীতি করে বাস্তব উন্নয়ন থেকে নজর ঘোরানো হচ্ছে।

About The Author