নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হলেও অসমে এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অসমের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের জন্য আলাদা নির্দেশিকা জারি করা হবে পরে।
NRC ও আইনি জটিলতার কারণে অসমে আপাতত হচ্ছে না SIR। নির্বাচন কমিশন জানিয়েছে, আলাদা নির্দেশিকা জারি হবে পড়ে।
কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, অসমে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি এখনও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। বিশেষ করে NRC (National Register of Citizens) প্রক্রিয়া অসমে একটি সংবেদনশীল ও বিচারাধীন বিষয়। ফলে সেখানে SIR চালু করলে তা আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে।
এই অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অসমে ভোটার তালিকা সংশোধনের জন্য আলাদা সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করা হবে। তবে কবে সেই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে ইতিমধ্যেই SIR শুরু হয়েছে, যেখানে ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে সংশোধনের কাজ চলছে। অসমে এই প্রক্রিয়া না হওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।