পশ্চিমবঙ্গসহ ১২ রাজ্যে একযোগে শুরু SIR, রাতেই ‘ফ্রিজ’ হবে ভোটার তালিকা

নয়াদিল্লি: দীর্ঘ ২১ বছর পর ফের শুরু হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানাল, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে একযোগে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। মোট ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে চলবে এই সংশোধন।

কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলির ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। অর্থাৎ, যাঁদের নাম ওই তালিকায় থাকবে, তাঁদের বাড়িতে পৌঁছে যাবে এনুমেরেশন ফর্ম।

১ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন। ৪ নভেম্বর থেকে শুরু হবে ফর্ম সংগ্রহ। খসড়া তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর, চূড়ান্ত তালিকা ৭ ফেব্রুয়ারি।

এই ১২ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর।

কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারে সফলভাবে SIR সম্পন্ন হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকি রাজ্যগুলিতে স্বচ্ছ ও নিরপেক্ষ সংশোধন চালানো হবে।

বাংলায় প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। কমিশন জানিয়েছে, প্রত্যেক ভোটারের জন্য দু’টি করে ফর্ম ছাপা হবে—একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি BLO সংগ্রহ করবেন।

About The Author