কলকাতা: বাংলার টাকা দিতে হবে কেন্দ্রকে! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টে।
এরাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ প্রায় তিন বছর ধরে। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পের বরাদ্দ আটকে রাখে। এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে, যেখানে বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্পষ্ট বলেন, “২০২২-এর আগের অভিযোগ নিয়ে যা খুশি করুন, কিন্তু এখন কাজ চালু হোক।”
হাইকোর্ট নির্দেশ দেয়, ২০২৫-এর ১ অগস্ট থেকে রাজ্যে MGNREGA প্রকল্প চালু করতে হবে। কেন্দ্র সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সোমবার, ২৭ অক্টোবর, সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। তাঁদের মন্তব্য, “আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?”
ফলে হাই কোর্টের নির্দেশই বহাল থাকল। কেন্দ্রকে বাংলার বকেয়া টাকা মঞ্জুর করতেই হবে। চার বছর পর ফের ১০০ দিনের কাজ শুরু হবে রাজ্যে। তৃণমূল এই রায়কে ‘জনতার জয়’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, কেন্দ্র এখনও প্রকল্পে দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।