নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ তৎপরতা (Special Intensive Revision বা SIR) আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সূত্রের খবর, এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার।
দিল্লিতে নির্বাচন কমিশনের তরফে সোমবার বিকেল ৪টায় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন রাজ্যে SIR-এর সূচি ও ধাপভিত্তিক রূপরেখা প্রকাশ করা হবে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, প্রথম ধাপে অন্তত ১০–১৫টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরি রয়েছে—এই রাজ্যগুলিতে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। বাংলায় তিন ধাপে এই সংশোধন চলবে—প্রথমে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন, দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলি সংশোধনের প্রস্তাব জমা দেবে, এবং তৃতীয় ধাপে চূড়ান্ত যাচাই ও তালিকা প্রকাশ হবে।
তবে BLO নিয়োগে অনিচ্ছা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কিছু জেলায় সমস্যা দেখা দিয়েছে। কমিশন BLO-দের পাশে সহকারী BLO নিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

