শিলিগুড়ি: ৬ অক্টোবর, উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে, মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
খগেন মুর্মুর মুখে ও চোখের নিচে গুরুতর চোট লাগে। শঙ্কর ঘোষের ডান হাতে ও শরীরে আঘাত পান। দুজনকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শঙ্কর ঘোষ চার দিন পর ছাড়া পেলেও, খগেন মুর্মুকে ১৯ দিন ধরে চিকিৎসাধীন থাকতে হয়।
২৫ অক্টোবর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বিজেপি সূত্রে জানা গেছে, “খগেনবাবু এখনও পুরোপুরি সুস্থ নন। আগামী সপ্তাহে তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য।”
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তাঁকে দেখতে এসে দিল্লি AIIMS-এ চিকিৎসার পরামর্শ দেন।
কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট ও কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে

