বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ১ কোটি চাকরির সুযোগ তৈরি করবেন।
দনাপুরে এক জনসভায় তিনি বলেন, ‘১০ লক্ষ মানুষ ইতিমধ্যেই সরকারি চাকরি পেয়েছেন, ৪০ লক্ষ যুবক পেয়েছেন বিভিন্ন কর্মসংস্থান। এবার লক্ষ্য ১ কোটি।’
এই প্রতিশ্রুতি NDA সরকারের উন্নয়ন এজেন্ডার অংশ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও নারী ক্ষমতায়ন-কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নীতীশ জানান, ২,৫৮,০০০ শিক্ষক নিয়োগ হয়েছে BPSC-এর মাধ্যমে। ৬টি মেডিক্যাল কলেজ থেকে ১২টি-তে উন্নীত হয়েছে। ১.২১ কোটি মহিলাকে ১০,০০০ করে দেওয়া হয়েছে ব্যবসা শুরু করতে। ব্রিজ, বাইপাস, এলিভেটেড রোড-এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘আগে বিহারে ছিল অশান্তি, ধর্মীয় বিভাজন, বিদ্যুৎ সংকট। এখন শান্তি, ভ্রাতৃত্ব ও উন্নয়নই বিহারের পরিচয়।’ বিরোধীরা প্রশ্ন তুলেছে এই প্রতিশ্রুতির বাস্তবায়নযোগ্যতা নিয়ে। তবে NDA শিবির বলছে, “নীতীশ কুমার যা বলেন, তা করেন।’

