রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা, সিনিয়র নার্সকে প্রকাশ্যে ধমক তৃণমূল জেলা সভাপতির!

রোগীমৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে। শহরের ক্ষুদিরামপল্লির বাসিন্দা প্রণব দত্ত (৫২)-র মৃত্যু ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ইসলামপুর পুরসভার চেয়ারম্যান ও রোগী কল্যাণ সমিতির সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। অভিযোগ, তিনি কর্তব্যরত সিনিয়র নার্সকে প্রকাশ্যে আঙুল তুলে ধমক দেন, নার্সদের কথা না শুনে একতরফা মন্তব্য করেন।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা ঘিরে রাজ্যজুড়ে নারী স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে।

নার্সিং স্টাফরা সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ইতিমধ্যে CMOH ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, “হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মীর সঙ্গে এমন ব্যবহার গ্রহণযোগ্য নয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে, দাবি—চিকিৎসকের নির্দেশ থাকা সত্ত্বেও নার্সরা চিকিৎসা করেননি।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, “শাসকদলের নেতার আচরণই প্রমাণ করে, স্বাস্থ্যব্যবস্থায় কীভাবে রাজনৈতিক প্রভাব খাটানো হয়।”

About The Author