Maharashtra: ‘পুলিশ অফিসারই বারবার ধ/র্ষ/ণ করেছে’, হাতে লিখে আ/ত্ম/ঘা/তী তরুণী চিকিৎসক

পুলিশের বিরুদ্ধে ধ/র্ষ/ণের অভিযোগ! মহারাষ্ট্রে ২৬ বছরের এক তরুণী চিকিৎসকের আ*হ*ত্যায় রাজনৈতিক বিতর্ক, তদন্তে SIT 

মহারাষ্ট্রের সাতারা জেলার ফালতন এলাকার একটি হোটেল ঘরে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন ২৬ বছরের এক তরুণী চিকিৎসক, যিনি ফালতন সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে তিনি অভিযোগ করেন, “পুলিশ ইন্সপেক্টর গোপাল বাদনে আমাকে চারবার ধর্ষণ করেছে। পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে।”

নোটে আরও একজন পুলিশকর্মী প্রশান্ত বানকর-এর নাম রয়েছে, যিনি মানসিক নির্যাতনের অভিযুক্ত।

ওই চিকিৎসক জুন মাসেই DSP-কে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন, যেখানে তিনি তিনজন পুলিশ অফিসারের নাম করে তদন্তের আবেদন করেন।

তাঁর মৃত্যুর পর গোপাল বাদনে-কে সাসপেন্ড করা হয়েছে এবং FIR দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার বলেন, “যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তখন নারীরা কোথায় যাবে?”

BJP ও NCP নেতারা ঘটনার নিন্দা করে তদন্তের আশ্বাস দিয়েছেন। মহারাষ্ট্র মহিলা কমিশনও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

About The Author