রাজগঞ্জ: শুক্রবার ভোররাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অসম থেকে বিহারের দিকে যাওয়া একটি বেসরকারি যাত্রীবাহী বাস।
বাসটিতে ছিলেন প্রায় ৫০–৬০ জন শ্রমিক, যাঁরা বিহারের একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুত পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করেন।

