আফগান সীমান্ত বন্ধ, পাকিস্তানে টমেটোর দাম ৪০০% বৃদ্ধি! রান্নাঘরে যুদ্ধের আঁচ

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে পাকিস্তানে টমেটোর দাম বেড়েছে ৪০০%, যা দেশটির সাধারণ মানুষের রান্নাঘরে কার্যত অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

অক্টোবর ১১ থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রয়েছে, যার ফলে প্রায় ৫,০০০ কনটেইনার পণ্য আটকে পড়েছে দুই পাশে। এই তালিকায় রয়েছে টমেটো, আপেল, আঙ্গুর, চাল, গম, ওষুধ, দুগ্ধজাত দ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

পাকিস্তানের বাজারে টমেটোর দাম ৬০০ রুপি প্রতি কেজিতে পৌঁছেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আফগানিস্তান থেকে আসা আপেল ও অন্যান্য ফলের দামও বেড়েছে।

পাক-আফঘান কমার্স চেম্বার-এর প্রধান খান জান আলোকোজাই জানিয়েছেন, “প্রতিদিন দুই দেশ মিলিয়ে প্রায় $১ মিলিয়ন ক্ষতি হচ্ছে।”

এই সীমান্ত সংঘাত শুরু হয় পাকিস্তানের অভিযোগে যে আফগানিস্তান থেকে জঙ্গিরা হামলা চালাচ্ছে, যা তালিবান সরকার অস্বীকার করেছে।

যদিও কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু সীমান্ত বাণিজ্য এখনও বন্ধ রয়েছে। পরবর্তী আলোচনা অক্টোবর ২৫-এ ইস্তানবুলে হওয়ার কথা।

About The Author