অসমের কোকরাঝাড়ে রেললাইনে IED বিস্ফোরণ! ছুটে আসছিল মালগাড়ি, কোনওমতে রক্ষা

কোকরাঝাড়ে রেললাইনে IED বিস্ফোরণের জেরে আটকে পড়ে ট্রেন চলাচল। তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

অসমের কোকরাঝাড় জেলার সালাকাটি ও কোকরাঝার স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে, রাত ১টা নাগাদ, একটি মালগাড়ি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেন ম্যানেজার। ট্রেন থামিয়ে দেখা যায়, রেললাইনের একটি অংশে বিস্ফোরণের ক্ষতচিহ্ন রয়েছে।

সূত্রের দাবি, এই বিস্ফোরণ Improvised Explosive Device (IED) দিয়ে ঘটানো হয়েছে। বিস্ফোরণে প্রায় তিন ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয় এবং ধাতব অংশ ছড়িয়ে পড়ে আশপাশে।

ঘটনার পরপরই রেল পুলিশ, রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) জানিয়েছে, রাত ১টা থেকে সকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্তত ৮টি ট্রেন আটকে পড়ে, পরে রেললাইন মেরামত করে চলাচল স্বাভাবিক করা হয়।

কোনও হতাহতের খবর নেই, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা ঘটনায় উগ্রপন্থী সংগঠনের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

About The Author