প্রিজন ভ্যানে তোলা হল কালীমূর্তি! কাকদ্বীপের ঘটনায় উত্তাল রাজনীতি—শুভেন্দুর তোপ

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা, পুলিশ প্রিজন ভ্যানে প্রতিমা তোলার ভিডিও ভাইরাল। সিএ ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারীর তীব্র প্রতিবাদ।

কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুরে মা কালীর একটি প্রতিমা ভাঙার অভিযোগ ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক।

স্থানীয়দের দাবি, পুজো মণ্ডপ থেকে প্রতিমার মাথা কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর পুলিশ প্রথমে মন্দিরের দরজা বন্ধ করে দেয়, ছবি তুলতে বাধা দেয়। তবে গ্রামবাসীদের প্রতিবাদের মুখে দরজা খুলতে বাধ্য হয় প্রশাসন।

এরপর পুলিশ ভাঙা প্রতিমাটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন, “ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা।” তিনি অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফলে হিন্দুদের প্রতিমা ভাঙা, মণ্ডপ লুট, বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা বেড়েই চলেছে।”

শুভেন্দু আরও বলেন, “মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে! ছিঃ ছিঃ! এই লজ্জা রাখার জায়গা নেই।”

শুভেন্দু অধিকারী বলেন, কালী ঠাকুরের মাথা কেটেছে কিছু দুষ্কৃতি। সেই ঘটনায় উত্তেজনার ছড়ায়। তবে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে প্রতিবাদীদের গ্রেপ্তার করেছে পুলিশ। আর কালী মূর্তিটিকে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ।

তাঁর অভিযোগ, পুলিশ দুষ্কৃতীদের ধরার বদলে গ্রামবাসীদের দমন করতে চেয়েছে। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

About The Author