মিরিকের কাছে ব্রেক ফেল করে খাদে পড়ল গাড়ি, ৪ জনের মৃত্যু, আহত ১৫

শিলিগুড়ি: ফের পাহাড়ে প্রাণঘাতী দুর্ঘটনা। বুধবার দুপুরে মিরিকের কাছে পানিঘাটার নলদারা এলাকায় একটি যাত্রিবাহী জিপ খাদে পড়ে যায়, মৃত্যু হয় চারজনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

জানা গেছে, জিপটি ১২ জন যাত্রী নিয়ে মিরিক থেকে ভারত-নেপাল সীমান্তের কাঁকরভিটা যাচ্ছিল। পথে নলদারায় একটি গাড়িকে রাস্তা দিতে গিয়ে আচমকা ব্রেক ফেল করে, এবং সোজা ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

মৃতদের মধ্যে দু’জন নেপালের বাসিন্দা, একজন নকশালবাড়ির জাবরাভিটার বাসিন্দা। চতুর্থ জনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মিরিক, পানিঘাটা ও নকশালবাড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সঞ্জু ছেত্রী বলেন, “চার জন মারা গিয়েছে বলে শুনছি। আহতদের অবস্থাও গুরুতর। মৃতদের মধ্যে আমাদের জাবরাভিটার একজন রয়েছেন।”

প্রসঙ্গত, গত সপ্তাহেও দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাঙ্খাবাড়িতে খাদে পড়ে মৃত্যু হয়েছিল দুই জনের। পাহাড়ি রাস্তায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

About The Author