শুভেন্দুর মন্তব্যে মায়ের খাঁড়া হাতে নেওয়ার ডাক, পাল্টা রচনার দাবি—মুখ্যমন্ত্রীর হাতেই মানায়। কালীপুজোর আবহে রাজনৈতিক বাকযুদ্ধ।
হুগলী: কালীপুজোর আবহে হুগলির রাজনীতিতে নতুন উত্তাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খাঁড়া হাতে নিতে হবে সকলকে।” তাঁর এই বক্তব্য ঘিরে বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলে।
এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মায়ের খাঁড়া একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই মানায়। অন্য কারও হাতে নয়।” তিনি আরও যোগ করেন, “কুকথা বললে মহিলারা তাড়া করবেন, এবার মা কালীও দৌড়াবে ওনার (শুভেন্দু) পিছনে।”
রচনার এই মন্তব্যের পর বিজেপি নেতা অর্জুন সিং পাল্টা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে খাঁড়া থাকলেও, মা কালী অসুর শক্তিকে নাশ করতে খাঁড়া নিয়েছিলেন। আর মমতা সাধারণ মানুষকে কাটছেন।”
এই বাকযুদ্ধ কালীপুজোর সময় রাজনীতিকে ধর্মীয় প্রতীকের সঙ্গে জড়িয়ে ফেলেছে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—কেউ বলছেন এটি রাজনৈতিক নাটক, কেউ আবার বলছেন এটি প্রতীকী প্রতিবাদ।

