জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে টাকাইচি, শুভেচ্ছা জানালেন মোদি

টোকিও: জাপানের সংসদ ইতিহাস গড়ল—প্রথমবারের মতো একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। লিবারাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেত্রী সানায়ে টাকাইচি ২৩৭টি ভোট পেয়ে দেশের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী, বিরোধী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়োশিকোকো নোডা পেয়েছেন ১৪৯টি ভোট।

টাকাইচি একজন অতি-রক্ষণশীল রাজনীতিক, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর রাজনৈতিক দর্শনে জাতীয়তাবাদী ঝোঁক স্পষ্ট, এবং তিনি মার্গারেট থ্যাচার-এর অনুরাগী হিসেবেও পরিচিত। তাঁর নেতৃত্বে জাপান সরকার একটি নতুন জোটে গঠিত হয়েছে, যদিও সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে সরকার ভঙ্গের আশঙ্কা রয়ে গেছে।

এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, “ভারত-জাপান সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

About The Author