আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের ভাগ্নির রহস্যমৃত্যু, আলমারিতে উদ্ধার ঝু/ল/ন্ত দেহ

আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার আলমারিতে। খুন না আত্মহত্যা—তদন্তে নেমেছে পুলিশ।

কলকাতার আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির আলমারি থেকে। মৃতা সঞ্জনা সিং, যিনি আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যখন বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। সঞ্জনার মাসি বাইরে বাজি কিনতে গিয়েছিলেন, ফিরে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারিতে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। মৃতার মা কয়েক বছর আগে আত্মহত্যা করেছিলেন, পরে বাবা তাঁর শ্যালিকাকে বিয়ে করেন। প্রতিবেশীদের মতে, পরিবারে অশান্তি ছিল নিয়মিত। মৃতার ঠাকুমা দাবি করেছেন, “ওই বয়সে নিজেকে শেষ করে দেওয়া অসম্ভব।”

আলিপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবেন। উৎসবের আবহে এমন একটি ঘটনা মহানগরীতে শোক ও প্রশ্নের ছায়া ফেলেছে।

About The Author