দক্ষিণেশ্বরে দীপান্বিতা অমাবস্যায় ভবতারিণীর আরাধনায় ভক্তির ঢল

দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আরাধনায় লক্ষাধিক ভক্তের সমাগম। আলো, আরতি ও ভক্তির আবহে মুখর মন্দির চত্বর।

কলকাতা: দক্ষিণেশ্বর কালীমন্দিরে দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই শুরু হয় মা ভবতারিণীর বিশেষ আরাধনা। ভোরের আলো ফোটার আগেই মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ হাতে অর্ঘ্য, কেউ প্রদীপ, কেউ আবার ফুলের থালা নিয়ে অপেক্ষায়—মায়ের চরণে নিবেদন করার জন্য।

সকাল থেকে শুরু হওয়া পূজার্চনা গঙ্গার ঘাটে স্নান ও ভোগ নিবেদনের মাধ্যমে আরও পবিত্র হয়ে ওঠে। সন্ধ্যায় মহা-আরতি ও গঙ্গা-আরতির সময় মন্দির চত্বর যেন এক আলোকময় তীর্থক্ষেত্রে পরিণত হয়। LED স্ক্রিনে সরাসরি পুজো দেখার ব্যবস্থা থাকায় বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরাও আরতির দৃশ্য উপভোগ করেন ভক্তিভরে।

মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে আদিবাসী নৃত্য, ধামসা-মাদলের সুর, এবং আলোকসজ্জায় সাজানো গঙ্গার পাড়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক দল ভিড় সামলাতে সক্রিয় ভূমিকা নেয়। অতিরিক্ত মেট্রো ও ট্রেনের ব্যবস্থাও ছিল।

About The Author