শেষ ইচ্ছে, যেন তাঁর শেষকৃত্যে ভিড় না হয়! বর্ষীয়ান অভিনেতা আসরানির প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি। তাঁর বিদায়ে শোকস্তব্ধ চলচ্চিত্র ও ভক্তমহল।

মুম্বই: আলোয় মোড়া দীপাবলির দিনেই নিঃশব্দে বিদায় নিলেন বলিউডের হাস্যরসের এক উজ্জ্বল মুখ। বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি ‘আসরানি’ নামে পরিচিত, প্রয়াত হলেন দীপাবলির সন্ধ্যায়।

বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানান, যা তাঁর বিদায়ের মুহূর্তকে আরও হৃদয়বিদারক করে তোলে।

‘শোলে’-র জেলর চরিত্রে তাঁর সংলাপ আজও জনপ্রিয়। পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘বাওয়ার্চি’, ‘সরগম’ উল্লেখযোগ্য।

মৃত্যুর আগে স্ত্রীকে বলে গিয়েছিলেন, যেন তাঁর শেষকৃত্যে ভিড় না হয়। সেই ইচ্ছা অনুযায়ী, মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার।

তাঁর প্রয়াণে বলিউডে নেমেছে শোকের ছায়া। অভিনেতা-পরিচালকরা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন। দীপাবলির আলোয় এমন বিদায় যেন এক নিঃশব্দ সংলাপ— “হাসিয়ে গেলেন, কাঁদিয়ে চলে গেলেন।”

মৃত্যুর আগে স্ত্রীকে বলে গিয়েছিলেন, যেন তাঁর শেষকৃত্যে ভিড় না হয়। সেই ইচ্ছা অনুযায়ী, মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হবে।

About The Author