INS বিক্রান্তে দীপাবলি উদযাপন, পাকিস্তানকে ‘বড় বার্তা’ প্রধানমন্ত্রীর

বার্ষিক রীতি বজায় রেখে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী মোদী —এবার গোয়া ও করওয়ার উপকূলের কাছে INS Vikrant-এর ডেকে অনুষ্ঠিত হল মোদীর এই কর্মসূচী।

তিনি বলেন, “এই যুদ্ধজাহাজ শুধু শক্তির প্রতীক নয়, এটি ২১ শতকের ভারতের প্রতিশ্রুতি, প্রতিভা ও আত্মনির্ভরতার সাক্ষ্য।”

মোদি উল্লেখ করেন, Operation Sindoor-এর সময় INS Vikrant পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, “নৌবাহিনীর ভয়, বিমানবাহিনীর দক্ষতা এবং সেনাবাহিনীর সাহস মিলিয়ে পাকিস্তান কয়েক দিনের মধ্যেই হাঁটু গেড়ে বসে।”

মোদী জানান, বিক্রান্তে কাটানো রাত তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সৈনিকদের দেশাত্মবোধক গান, BrahMos ও Akash মিসাইলের কার্যকারিতা এবং তিন বাহিনীর সমন্বয় তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে।

About The Author