দাম্পত্য কলহে ছেলেকে তাড়ালেও পুত্রবধূকে তাড়ানো যাবে না: দিল্লি হাইকোর্টের রায়

একটি মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাই কোর্ট জানাল, ছেলেকে বাড়ি থেকে বার করলেও পুত্রবধূর ‘শেয়ার্ড হাউসহোল্ড’ অধিকার অটুট থাকবে। অর্থাৎ থাকে বের করে দেওয়া যাবে না।

নয়াদিল্লি: দাম্পত্য কলহের জেরে ছেলেকে বাড়ি থেকে বার করে দিলেও পুত্রবধূকে সেই বাড়ি থেকে তাড়ানো যাবে না—সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাই কোর্ট।

২০১০ সালে বিবাহিত এক মহিলার মামলায় আদালত জানায়, বিয়ের পর যে বাড়িতে তিনি শ্বশুর-শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস শুরু করেছিলেন, সেটিই তাঁর ‘শেয়ার্ড হাউসহোল্ড’। গার্হস্থ্য হিংসা আইনের আওতায় এই অধিকারকে অস্বীকার করা যায় না।

মামলার প্রেক্ষিতে জানা যায়, বিয়ের এক বছর পর থেকেই অশান্তি শুরু হয়। পরে ছেলেকে বাড়ি থেকে বার করে দেন বাবা-মা, এবং পুত্রবধূকে জিনিসপত্রসহ বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়।

শাশুড়ির দাবি ছিল, বাড়িটি তাঁর প্রয়াত স্বামীর, তাই সেখানে পুত্রবধূর থাকার অধিকার নেই। কিন্তু বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চ সেই দাবি খারিজ করে জানায়, আইনি প্রক্রিয়া ছাড়া কোনও মহিলাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাড়ানো যাবে না।

About The Author