নো ট্রাম্প, নো কিং! গণতন্ত্রের পক্ষে আমেরিকার পথে লক্ষ লক্ষ মানুষ

ওয়াশিংটন: “আমেরিকায় কোনও রাজা থাকবে না”—এই স্লোগানকে সামনে রেখে ১৮ অক্টোবর শনিবার আমেরিকার ৫০টি রাজ্যে একযোগে শুরু হয় ‘No Kings’ প্রতিবাদ আন্দোলন। লক্ষ লক্ষ মানুষ পথে নেমে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব হন।

ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টা সহ বড় শহরগুলিতে বিক্ষোভকারীদের হাতে ছিল পোস্টার— “Donald Trump Has Got to Go”, “Resist Fascism”, “Nothing is More Patriotic Than Protesting” ।

আন্দোলনের মূল অভিযোগগুলির মধ্যে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সংবাদমাধ্যম ও বিরোধীদের উপর আক্রমণ এবং রাজতন্ত্রের মতো আচরণ—যেখানে প্রেসিডেন্ট নিজেকে ‘রাজা’ ভাবছেন, ইত্যাদিকে ইস্যু করেছেন প্রতিবাদীরা।

বিক্ষোভের জবাবে ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো রিসর্ট থেকে AI-তৈরি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে রাজার মুকুট পরে ফাইটার জেট ওড়াতে দেখা যায়। যদিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রাজা নই।”

এই প্রতিবাদ শুধু ট্রাম্প-বিরোধী নয়, বরং গণতন্ত্রের পক্ষে এক জোরালো বার্তা। বিশ্লেষকদের মতে, ২০২6 সালের নির্বাচনের আগে এই আন্দোলন রাজনৈতিক আবহে বড় প্রভাব ফেলতে পারে।

About The Author