পাহাড়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ নকশালবাড়ি

শিলিগুড়ি: কালীপুজোর প্রাক-মুহূর্তে পাহাড়ে ঘুরতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল পাঁচ বন্ধুর জন্য। শুক্রবার রাতে চারচাকা গাড়িতে করে কার্শিয়াংয়ের পাঙ্খাবাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন নকশালবাড়ির পাঁচ যুবক।

শনিবার ভোরে ফেরার পথে তাঁদের গাড়িটি খাদে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবক—সুমিত সিংহ (ফুটানি মোড়) ও রাজেশ পাসোয়ান (কোটিয়া জোত)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ দাস, তারক বিশ্বাস ও করণ ঠাকুরকে।

দুর্ঘটনার খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বর্ষণের কারণে পাহাড়ি রাস্তাগুলি বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশাসন পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিলেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

এই ঘটনার পর নকশালবাড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উৎসবের আবহে এমন মৃত্যু এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

About The Author