দার্জিলিংয়ে সাংসদের কনভয়ে হামলা, শান্তি বিঘ্নের ষড়যন্ত্রের অভিযোগ রাজু বিষ্ঠার

শিলিগুড়ি: দার্জিলিংয়ের সুখিয়াপোখরির মাসধুরা এলাকায় শনিবার সাংসদ রাজু বিষ্ঠার কনভয়ে হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ফেসবুকে নিজেই ঘটনার কথা জানিয়ে সাংসদ লেখেন, “আজ মাসধুরা এলাকায় আমার কনভয়ে কিছু অজ্ঞাত দুষ্কৃতী হামলা চালায়। যদিও তারা আমাকে লক্ষ্য করে হামলা করেছিল, মূল আঘাতটি পড়ে আমার পিছনে থাকা গাড়িতে।”

রাজু বিষ্ঠার দাবি, এই হামলা নিছক আকস্মিক নয়। পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণার পরপরই এই ঘটনা ঘটায় তিনি একে ষড়যন্ত্র বলে মনে করছেন। তাঁর কথায়, “এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। এটা পাহাড়ের শান্তি নষ্ট করার চক্রান্ত।”

তিনি আরও লেখেন, “যাঁরা কলকাতার প্রতি অনুগত, তাঁরা যদি মনে করেন এই ধরনের হামলা আমাদের মনোবল দুর্বল করবে, তাঁরা ভুল ভাবছেন। বরং এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবল আরও দৃঢ় করেছে।”

সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ যারা শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তাদের আমি সতর্ক করছি — আমরা তোমাদের নোংরা চক্রান্ত সফল হতে দেব না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাব।”

এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হামলার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

About The Author