ঢাকা: শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘কার্গো হোল্ড’ এলাকায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই অংশে বিপুল পরিমাণ আমদানি পণ্য মজুত ছিল, যার ফলে ক্ষতির আশঙ্কা প্রবল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে একে একে অন্তত ৩০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিকেল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সব উড়ান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উদ্ধারকাজে যুক্ত হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীও।
এই ঘটনার ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ড শুধু বিমান পরিষেবায় বিঘ্ন নয়, বরং দেশের আমদানি-রপ্তানি ক্ষেত্রেও বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

