ডিটেক্ট–ডিলিট–ডিপোর্ট”: SIR নিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা অমিত শাহর

SIR নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর, ‘অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে। ভোটাধিকার শুধুমাত্র প্রকৃত নাগরিকদেরই প্রাপ্য।’

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া SIR (Special Intensive Revision) নিয়ে জাতীয় চ্যানেল ‘আজ তক’-এ সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, “যাঁরা দেশের নাগরিকই নন, তাঁরা কীভাবে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে পারেন? এরা অনুপ্রবেশকারী। এদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করতে হবে।”

শাহর মতে, SIR হল ভোটার তালিকা শুদ্ধিকরণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা ১৯৫৩ সাল থেকেই চলে আসছে। তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। রাহুল গান্ধীর ঠাকুরমার সময়েও হয়েছে, তাঁর বাবার সময়েও হয়েছে। এখন আবার হচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই।”

তিনি আরও দাবি করেন, “অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকলে তা সংবিধানের আত্মাকে কলুষিত করে। ভোটাধিকার শুধুমাত্র প্রকৃত নাগরিকদেরই প্রাপ্য।”

এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে, “SIR-এর নামে বাংলায় NRC চালুর চক্রান্ত চলছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ গেলে মানুষ চুপ করে থাকবে না।”

About The Author