আফগানিস্তানের পাকটিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারালেন তিন তরুণ আফগান ক্রিকেটার সহ মোট আটজন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) জানিয়েছে, কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামের এই তিন ক্রিকেটার একটি প্রীতি ম্যাচ খেলে উরগুন থেকে শারানা ফেরার পথে হামলার শিকার হন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। এক্স-এ তিনি লেখেন, “নিরীহ নাগরিকদের লক্ষ্য করে এমন বর্বর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।” তিনি ACB-র পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক হৃদয়বিদারক ছবি—মৃত ক্রিকেটারের রক্তাক্ত দেহের পাশে পড়ে রয়েছে তাঁর কিট ব্যাগ। এই ছবি কাঁদিয়েছে ক্রীড়ামোদীদের, প্রতিবাদে সরব হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটাররাও।
আফগানিস্তান সরকার ও তালিবান প্রশাসন এই হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে। এই ঘটনার জেরে শুধু কূটনৈতিক উত্তেজনা নয়, ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানের বিরুদ্ধে একঘরে করার দাবি উঠছে।

