ঘুষের ফাঁদে পঞ্জাবের ডিআইজি, CBI হানায় উদ্ধার ৫ কোটি টাকা ও দেড় কেজি সোনা!
পঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার হরচরণ সিং ভুল্লারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করল সিবিআই।
অভিযোগ, এক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ‘মিটিয়ে’ দেওয়ার বিনিময়ে তিনি ৮ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। মধ্যস্থতা করছিলেন কৃষ্ণ নামে এক ব্যক্তি, যিনি ভুল্লারের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে।
সিবিআইয়ের ফাঁদে পড়ে কৃষ্ণকে হাতেনাতে ধরা হয় টাকা নেওয়ার সময়। ফোনে ভুল্লারও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন, ফলে তাঁকেও গ্রেপ্তার করা হয়। এরপর সিবিআই হানা দেয় ভুল্লারের বিভিন্ন স্থানে—রোপার, মোহালি ও চণ্ডীগড়ে।
তল্লাশিতে যা উদ্ধার হয়েছে তা চমকে দেওয়ার মতো: আনুমানিক ৫ কোটি টাকা নগদ, ১.৫ কেজি সোনা ও গয়না, মার্সিডিজ ও অডি গাড়ির চাবি, ২২টি বিলাসবহুল ঘড়ি, বিপুল অস্থাবর সম্পত্তির নথি এবং আগ্নেয়াস্ত্র ও লকারের চাবি।
এই ঘটনায় পঞ্জাব পুলিশে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন ফের একবার সামনে এসেছে। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত অফিসার নিয়মিত মাসিক ‘সেবা-পানি’ ঘুষও দাবি করতেন।

