উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ১০ লক্ষ টাকা দেবেন লিওনেল মেসি

কলকাতা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেবেন লিওনেল মেসি। অর্থ যাবে উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে।

কলকাতা: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার মানবিক বার্তা নিয়ে আসছেন কলকাতায়। উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ₹১০ লাখ টাকার চেক তুলে দেবেন রাজ্য ত্রাণ তহবিলে।

এই উদ্যোগের মূল উদ্যোক্তা ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত, যিনি জানিয়েছেন— “GOAT ট্যুর”-এর অংশ হিসেবে এক স্পনসর এই অনুদান দিচ্ছে, যা মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রদান করা হবে।

উল্লেখ্য, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস ও হড়পা বানে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করেছে।

মেসির ভারত সফরে কলকাতা ছাড়াও রয়েছে দিল্লি ও মুম্বই। যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার ও বলিউড তারকারা। মেসির সঙ্গে থাকবেন রডরিগো ডি’পল ও লুই সুয়ারেজ।

এই সফর শুধু ফুটবল নয়, মানবিকতারও বার্তা বহন করছে—যেখানে এক বিশ্বনন্দিত তারকা বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিপদের দিনে।

About The Author