শিলিগুড়ি: মহাকাল মন্দিরে পুজো দিয়ে আরও বড় মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর!
দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গলকামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো করে তিনি জানালেন, বাংলার সমতলে তৈরি হবে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে আরও বৃহত্তর একটি শিবমন্দির। এই মন্দির হবে শিলিগুড়িতে, যা বাংলার সবচেয়ে বড় শিবস্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, দিঘায় যেমন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তেমনই এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য পাহাড়ে যাওয়া কঠিন, তাই সমতলে এই মন্দির নির্মাণের ভাবনা। পাশাপাশি একটি আধুনিক কনভেনশন সেন্টার তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।
উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড়ে গিয়ে প্রশাসনিক বৈঠক ও পুনর্গঠনের কাজ তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণায় ধর্মীয় ভাবনার পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক উন্নয়নের দিকও উঠে এসেছে।

