নয়াদিল্লি: সব জল্পনার অবসান। বিহার বিধানসভা নির্বাচনে আলিনগর কেন্দ্র থেকে প্রার্থী হলেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর।
মঙ্গলবার বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে ১২ জনের মধ্যে অন্যতম নাম এই ‘ভাইরাল’ সিঙ্গার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৈথিলীর মনোনয়ন বিজেপির কৌশলগত পদক্ষেপ। মিথিলাঞ্চলে তাঁর সাংস্কৃতিক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে গেরুয়া শিবির।
আলিনগর কেন্দ্রকে এবার হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতার জায়গা হিসেবে দেখছে দল। বিজেপিতে যোগ দিয়ে মৈথিলী বলেন, “প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজ আমাকে অনুপ্রাণিত করেছে।
আমি সমাজসেবা ও বিহারের উন্নয়নে অবদান রাখতে চাই।” তিনি আরও জানান, “জনসেবার মাধ্যমে মৈথিলী ঐতিহ্যকে তুলে ধরাই আমার লক্ষ্য।”
এই তালিকায় আরও রয়েছেন প্রাক্তন IPS আনন্দ মিশ্র (বক্সার), ছোটি কুমারী (ছাপড়া), বীরেন্দ্র কুমার (রোসরা)। হায়াঘাট থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন রামচন্দ্র প্রসাদ।
তবে এবার টিকিট পাননি বারহের বিধায়ক জ্ঞানেন্দ্র সিং জ্ঞানু, ছাপড়ার সিএন গুপ্তা ও গোপালগঞ্জের কুসুম দেবী। নতুন মুখ হিসেবে তালিকায় রয়েছেন রঞ্জন কুমার, সুভাষ সিং, কেদারনাথ সিং, সিয়ারাম সিং, মহেশ পাসোয়ান ও রাকেশ ওঝা।
মৈথিলীর আলিনগর কেন্দ্রে গতবার ভিআইপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তাঁর সাংগীতিক জনপ্রিয়তা ও রাজনৈতিক নবাগত পরিচয় ঘিরে জমে উঠবে লড়াই।

