মমতা দিদি মায়ের মতো, মেয়ের সুবিচারের আর্জিতে কাতর নিবেদন নির্যাতিতার বাবার

দুর্গাপুরে মেডিক্যাল কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র আলোড়ন। ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা। এবার তাঁর মুখে শোনা গেল রাগ অভিমান মেশানো কাতর আবেদন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি আবেদন জানান, “আপনি আমার মায়ের মতো। যদি কোনও ভুল কথা বলে থাকি, ক্ষমা করবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করুন।”

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি চাই এই ঘটনায় যথাযথ তদন্ত হোক ৷ আমার মেয়ের যা হওয়ার হয়ে গিয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তি হোক ৷ যত তাড়াতাড়ি পারি আমরা বাংলা ছেড়ে ওড়িশা চলে যাব ৷ আর ফিরে আসব না ৷ আমার মেয়ের মতো বাংলার আর কোনও মেয়ে যেন শিকারির শিকার না-হয় ৷ আমি গতকাল থেকেই বলছি, এই ঘটনায় সিবিআই তদন্ত হলে খুব ভালো হয়৷ কিন্তু, সেটা বাংলার সরকারের উপর নির্ভর করছে৷ মমতা দিদি আমার মায়ের মত৷ তাঁকে কোটি-কোটি প্রণাম৷ যদি আমি কিছু ভুল করে থাকি, তবে ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন৷’

পুলিশ ইতিমধ্যেই আইকিউ সিটি মেডিক্যাল কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নির্যাতিতার বাবার এই মন্তব্যে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা এবং সামাজিক নিরাপত্তার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। তিনি এও বলেন, “সোনার বাংলা সোনার থাকুক, আমরা ওড়িশা চলে যাব।”

তিনি বলেন, “আমার বহু আশা-ভরসা করে মেয়েকে ডাক্তার করার স্বপ্ন নিয়ে এসেছিলাম। এখন সব শেষ। আমি চাই, দোষীদের উপযুক্ত শাস্তি হোক। বাংলায় আর ফিরব না।”

About The Author