বিধায়ক খুনে ছ’বছর জেল! সেই প্রাক্তন বিজেপি নেতাই যোগ দিলেন তৃণমূলে

নদিয়ায় বিধায়ক খুনে ছ’বছর জেল খাটা বিজেপি নেতা নির্মল ঘোষ তৃণমূলে যোগ দিলেন। জেলাজুড়ে শুরু রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভ।

নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অথচ তাঁর বিরুদ্ধেই ২০১৯ সালে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলায় তিনি ছ’বছর জেল খেটেছেন।

রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও জেলা নেতৃত্ব।

তবে এই যোগদান ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। কৃষ্ণগঞ্জ ব্লকের যুব সভাপতি শুভজিৎ সরকার জানিয়েছেন, “দল যা ভাল বুঝেছে, সেটাই করেছে। যোগ্যতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অন্যদিকে জেলা বিজেপি নেতা অমিত প্রামাণিক কটাক্ষ করে বলেন, “যে নেতাকে তৃণমূলের অত্যাচারে ছ’বছর জেল খাটতে হয়েছে, তাকেই আবার তৃণমূলে ফিরিয়ে আনা হয়েছে! যারা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে, তাদের জানা উচিত, এবার তারাই বিধায়ক খুনের আসামিকে দলে নিচ্ছে।”

নির্মল ঘোষের এই দলবদলকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক আবহে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ভোটের মুখে এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

About The Author