দুর্গাপুর কাণ্ড: নির্যাতিতাকে ফোন করে পূর্ণ সহযোগিতার আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রীর

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ২৩ বছর বয়সি এক ওড়িশাবাসী ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়ালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

সোমবার তিনি নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন এবং বলেন, “একদম চিন্তা করবেন না। ওড়িশা সরকার আপনার ও পরিবারের পাশে রয়েছে।” তিনি দ্রুত সুস্থতা কামনা করে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দেন।

নির্যাতিতা জানান, তিনি ওড়িশার কোনও মেডিক্যাল কলেজে স্থানান্তরিত হতে চান। মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপার্সন সোভানা মোহান্তি-সহ তিন সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন। তাঁরা বলেন, “চিকিৎসা আরও উন্নত হওয়া দরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন মন্তব্য— ‘রাত ১২:৩০-এ বাইরে গেলো কীভাবে’—অপমানজনক।”

পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে এবং আরও একজনকে জিজ্ঞাসাবাদ করছে। মুখ্যমন্ত্রী দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।

About The Author