কলকাতা: দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওটা বেসরকারি মেডিক্যাল কলেজ। ছাত্রছাত্রীদের নিরাপত্তা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব। প্রশ্ন হলো, সে রাত ১২টা ৩০ মিনিটে বাইরে গেলো কীভাবে?” তিনি আরও বলেন, কলেজের হোস্টেল থেকে রাতে পড়ুয়াদের বের হওয়া উচিৎ নয়।
মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি মুখ্যমন্ত্রীকে ভুক্তভোগীকে দোষারোপ করার অভিযোগ করেছে। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও তিনি ধর্ষণের শিকার মেয়েটিকেই দোষারোপ করছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “রাতে ওই এলাকাগুলো বনাঞ্চলঘেঁষা, তাই কলেজ কর্তৃপক্ষের উচিত ছাত্রছাত্রীদের বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা। নিজেদেরও সতর্ক থাকতে হবে।”
দেখুন ভিডিও তবে এই বক্তব্যকে ‘নারী বিদ্বেষী’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে বিরোধীরা। পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে এবং আরও একজনকে জিজ্ঞাসাবাদ করছে।