দেশে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কমছে হিন্দু! কি যুক্তি দিলেন শাহ?

অমিত শাহের দাবি, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়, বরং বাংলাদেশ-পাকিস্তান থেকে ‘বিরাট অনুপ্রবেশ’। কংগ্রেস বলছে, এটা রাজনৈতিক কৌশল।

নয়াদিল্লি: দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে জন্মহার নয়, বরং ‘বিরাট অনুপ্রবেশ’ দায়ী—এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নয়াদিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেন, হিন্দু জনসংখ্যা কমছে ৪.৫ শতাংশ, আর মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪.৬ শতাংশ।

শাহের মতে, এই পরিবর্তনের মূল কারণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, যা ১৯৫১ থেকে ২০১১ সালের জনগণনায় প্রতিফলিত হয়েছে।

তিনি জানান, কেন্দ্র তিনটি ধাপে অনুপ্রবেশদমন করছে—চিহ্নিতকরণ, ভোটার তালিকা থেকে নাম বাদ, এবং নিজ দেশে ফেরত পাঠানো।

ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকলে তা গণতন্ত্রের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।

তবে কংগ্রেস এই বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে দাগিয়ে দিয়েছে। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলি আড়াল করতেই অনুপ্রবেশ ইস্যু তুলে ধরা হচ্ছে

ভারতে হিন্দু জনসংখ্যা কমছে ৪.৫ শতাংশ, আর মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪.৬ শতাংশ, নেপথ্যে জন্মহার নয়, বরং ‘বিরাট অনুপ্রবেশ’ দায়ী, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী #AmitShah

 

Disclaimer: This report cites political statements that reflect individual viewpoints. The views expressed are attributed to the speaker and do not reflect the editorial position of this platform. RNF does not endorse or verify these claims independently.

About The Author