কলকাতা: উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গড়িয়াহাট মোড়ে কৌটো হাতে অর্থ সংগ্রহে নামেন।
তাঁর দাবি, এই অর্থ দিয়ে উত্তরবঙ্গে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তবে এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই উদ্যোগকে ‘ছবি তোলার রাজনীতি’ বলে কটাক্ষ করেন।
তাঁর মতে, কেন্দ্রীয় সরকার যখন বাংলাকে প্রাকৃতিক দুর্যোগে পর্যাপ্ত সাহায্য দিচ্ছে না, তখন কেন্দ্রীয় মন্ত্রীর এই ত্রাণ সংগ্রহ আসলে প্রচারের কৌশল। তিনি আরও বলেন, “শুভেন্দু নির্বাচন কমিশনে, সুকান্ত বাজারে ছবি তুলছেন—মানুষ বুঝতে পারছেন এদের রাজনীতিটা কী।”
বিজেপি নেতাদের এই পদক্ষেপকে বাংলার সঙ্গে বঞ্চনার প্রতীক হিসেবেই দেখছে শাসক দল। সুকান্তের কৌটো হাতে নামা তাই শুধু মানবিক উদ্যোগ নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে।