‘সোমবার বিকাল ৫টার মধ্যে প্রমাণ দিন’, CEO-কে ঘিরে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা ডেডলাইন শুভেন্দুর

কলকাতা: মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘিরে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে সোমবার বিকাল ৫টার মধ্যে প্রমাণ দিতে বললেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ঘিরে মন্তব্যের পাল্টা জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে সোমবার বিকাল ৫টার মধ্যে প্রমাণ হাজির করার ডেডলাইন দিলেন।

গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “যিনি CEO, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সময় হলে বলব। তিনি অফিসারদের থ্রেট করছেন, রাজ্য সরকারকে বাদ দিয়ে কাজ করছেন।”

এই মন্তব্যকে “Below the Belt” বলে অভিহিত করে শুভেন্দু বলেন, “আপনার কাছে যদি মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকে, তা সোমবার বিকাল ৫টার মধ্যে প্রকাশ করুন। না হলে আমরা আপনার প্রশাসনের দুর্নীতির তালিকা সামনে আনব।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “দীপাবলির পরে কয়েক হাজার লোক নিয়ে নবান্নের সামনে নিয়ম মেনে অবস্থান করব। ৫০–৬০ জন বিধায়কও থাকবেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি না এলে উঠব না।”

২০২৫-এর শেষভাগে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ঘিরে নির্বাচন কমিশন কোমর বেঁধে মাঠে নেমেছে। এই আবহে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং বিরোধী নেতার পাল্টা চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

About The Author