উত্তরের বন্যা পর্যালোচনায় সোমবার ফের দার্জিলিঙে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: উত্তরবঙ্গের বন্যা ও পাহাড়ি ধসের পর পরিস্থিতি খতিয়ে দেখে শহরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিপর্যয়ের রেশ কাটেনি। তাই আগামী সোমবার ফের দার্জিলিঙে রওনা হচ্ছেন তিনি

নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী দার্জিলিঙে থেকেই বিপর্যয় মোকাবিলা ও পুনর্গঠনের কাজের উপর সরাসরি নজর রাখবেন। যদিও তাঁর পূর্ণাঙ্গ সফরসূচি এখনও প্রকাশ হয়নি, তবে প্রশাসনিক মহলে জোর জল্পনা—তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, “দুর্যোগ মোকাবিলায় যাঁরা কাজ করেছেন, তাঁদের রাজ্য সরকার পুরস্কৃত করবে।”

উল্লেখ্য, গত সপ্তাহে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির জেরে ধস ও বন্যায় বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়ক ১০-এ ধসের ফলে সিকিম–বাংলা যোগাযোগে তীব্র সমস্যা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে পাহাড়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

About The Author