মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বন্দুকসহ আটক এক শিক্ষক। জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন তিনি।
কলকাতা: কালিঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। নিরাপত্তার চাদরে মোড়া সেই এলাকায় বন্দুক হাতে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পরে জানা যায়, ওই ব্যক্তি হলেন দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১, যিনি সল্টলেকের সিএ ব্লকের বাসিন্দা এবং একটি নামিদামি বেসরকারি স্কুলের শিক্ষক। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি এয়ারগান এবং কিছু গুলি।
নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় তাঁর গতিবিধি দেখে। তাঁকে থামিয়ে তল্লাশি চালানো হয়, এবং অস্ত্র উদ্ধারের পরই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, দেবাঞ্জনের বিরুদ্ধে কোনও অপরাধমূলক উদ্দেশ্য বা হুমকির প্রমাণ মেলেনি। তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য, এবং অস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত এয়ারগান বলেই দাবি করেছেন।
এই ঘটনার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে প্রশাসন সতর্ক রয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির মতো উচ্চ নিরাপত্তা অঞ্চলে এমন ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।