ভারতে দাঁড়িয়ে পাকিস্তানকে স/ন্ত্রা/সবাদ নিয়ে কড়া বার্তা আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির

নয়াদিল্লি: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে সরাসরি বার্তা দিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।

নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আফগানিস্তানে এখন কোনও জঙ্গিগোষ্ঠীর জায়গা নেই।

লস্কর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদের মতো গোষ্ঠীগুলিকে আমরা নির্মূল করেছি। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পথ অনুসরণ করা উচিত অন্য দেশগুলিরও।”

তাঁর এই মন্তব্যকে অনেকেই পাকিস্তানের প্রতি পরোক্ষ বার্তা বলেই মনে করছেন। তবে মুত্তাকি পরে আরও স্পষ্ট করে বলেন, “পাকিস্তান যেন আফগানিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে।

যদি কেউ আমাদের সাহসের পরীক্ষা নিতে চায়, তাহলে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা বা নেটোকে জিজ্ঞেস করুক—আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয়।”

এই সফর তালিবান সরকারের কোনও প্রথম সারির নেতার প্রথম ভারত সফর। ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান ফের ক্ষমতা দখলের পর ভারত আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করলেও।

পরবর্তী সময়ে ‘টেকনিক্যাল টিম’ পাঠিয়ে কাবুলে কার্যক্রম চালু রাখে। এবার জয়শঙ্কর ঘোষণা করেছেন, “ভারতীয় দূতাবাসকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে।”

মুত্তাকি বলেন, “আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। পারস্পরিক শ্রদ্ধা ও বাণিজ্যের ভিত্তিতে সম্পর্কের উন্নতি চাই।”

তাঁর মন্তব্যে উঠে আসে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সাম্প্রতিক হামলার প্রসঙ্গও। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলে হামলা চালিয়ে সমস্যা সমাধান হয় না। আলোচনার জন্য আমরা প্রস্তুত।”

এই সফর শুধু কূটনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। অনেকেই মনে করছেন, নয়াদিল্লি এবার ‘শত্রুর শত্রু আমার মিত্র’ নীতিতে ইসলামাবাদকে চাপে রাখতে চাইছে।

About The Author