দুয়ারে ইডি! পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর অফিসে হানা

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভা ঘিরে উঠছে রাজনৈতিক প্রশ্ন।

কলকাতা: উৎসবের মরসুমে ফের চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। শুক্রবার সকালেই দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন।

ইডি সূত্রে জানা গেছে, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে অনিয়মের অভিযোগে মন্ত্রীর ঘনিষ্ঠ কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। নিতাই দত্ত ২০২১ সালে সুজিত বসুর ভাইস চেয়ারম্যান থাকাকালীন তাঁর আপ্ত সহায়ক ছিলেন। অভিযোগ, সেই সময় কামারহাটি পুরসভায় নিজের স্ত্রী ও ভাইকে চাকরি পাইয়ে দেন তিনি।

এর আগেও তাঁর বাড়ি থেকে পুর-নিয়োগ সংক্রান্ত সাত পাতার নথি উদ্ধার করেছিল ইডি। এবার সেই সূত্র ধরেই সুজিত বসুর অফিসে অভিযান। পাশাপাশি, মন্ত্রীর অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

তবে মন্ত্রী সুজিত বসু এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ইলেকশনের সময় এলেই যারা পার্টিতে কাজ করে, তাদের বাড়ি-অফিসে ইডি যায়। কিছুই পায় না, তবু আবার আসে। এটা রাজনৈতিক আক্রমণ।”

উল্লেখ্য, সিবিআই ইতিমধ্যেই ১৮০০টিরও বেশি পুরসভা নিয়োগে দুর্নীতির হদিশ পেয়েছে। সেই তালিকায় দক্ষিণ দমদম পুরসভার নামও রয়েছে।

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তদন্তের গতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া নজরে রাখছে গোটা রাজ্য।

About The Author