পঞ্জাবি অভিনেতা ও আন্তর্জাতিক বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন ও ফিটনেস জগৎ। মাত্র ৪১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘টাইগার ৩’-এর এই সহ-অভিনেতার।
ঘটনা ঘটে অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে, যেখানে তিনি কাঁধের ব্যথার চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। তাঁর ম্যানেজার যদবিন্দর সিং জানিয়েছেন, এটি ছিল একটি রুটিন চিকিৎসা, কিন্তু সন্ধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বরিন্দর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বরিন্দর ছিলেন ২০০৯ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই নিরামিষাশী বডিবিল্ডার ছিলেন ফিটনেস জগতের এক অনুপ্রেরণা।
তিনি অভিনয় করেছেন সলমন খানের টাইগার ৩, রোর: টাইগার্স অব সুন্দরবনস, মরজাওয়া এবং পঞ্জাবি ছবি কাবাডি ওয়ান্স এগেইন-এ।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল এক মিলিয়নেরও বেশি। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বরিন্দর।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু, কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রন্ধাওয়া, কংগ্রেস বিধায়ক পারগত সিং এবং শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। তাঁরা বরিন্দরকে “পাঞ্জাবের গর্ব”, “ইন্ডিয়ার হি-ম্যান” এবং “তরুণদের অনুপ্রেরণা” বলে অভিহিত করেছেন।