গোপন অঙ্গ চেপে ধরে শ্বশুরকে খু/নের অভিযোগে ধৃত বৌমা | Malda News

সংবেদনশীল অঙ্গে আঘাতের অভিযোগে শ্বশুরের মৃত্যু। অভিযোগে ধৃত বৌমা। পুরাতন মালদায় সাহাপুরে তীব্র চাঞ্চল্য।

মালদা: মালদা জেলার সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গোপন অঙ্গ চেপে ধরে খুন করেছে বাড়ির বৌমা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নূর শেখ (বয়স আনুমানিক ৬০)। 

বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পারিবারিক অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সেই সময় উত্তেজনার বশে সুলতানা বিবি শ্বশুরের হাত কামড়ে দেন এবং তাঁর সংবেদনশীল অঙ্গ চেপে ধরেন। ঘটনাস্থলেই নূর শেখের মৃত্যু হয় বলে দাবি পরিবারের একাংশ।

খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। পুলিশ অভিযুক্ত সুলতানা বিবিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। তাঁদের দাবি, “এটা শুধু পারিবারিক নয়, এটা নৃশংসতা। প্রশাসন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।”

About The Author