৭৭ বলে ৯৪ রান! বিশাখাপত্তনমের মাঠে ‘রেকর্ড’ ঝড় তুললেন শিলিগুড়ির রিচা

বিশ্বকাপে ব্যাটিং বিপর্যয়ের মাঝে বাংলার রিচা ঘোষের ৯৪ রানের ইনিংস ভারতকে টেনে তুলল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫১ রানে অলআউট।

স্পোর্টস ডেস্ক: বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ICC Women’s ODI World Cup 2025-এর ম্যাচে ভারতীয় মহিলা দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে একাই লড়লেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ।

ভারতের স্কোর যখন ৬ উইকেটে ১০২, তখন নামেন রিচা। আট নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি—যার মধ্যে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। তাঁর ইনিংসের উপর ভর করেই ভারত পৌঁছায় ২৫১ রানে, যদিও ৫০ ওভারের আগেই অলআউট হয়ে যায় দল।

এই ইনিংসের মাধ্যমে রিচা গড়েছেন একাধিক রেকর্ড—মহিলা বিশ্বকাপে আট নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান এবং ৬ উইকেট পড়ে যাওয়ার পর দলের সর্বোচ্চ রানের রেকর্ড।

রিচার সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন স্নেহ রানা (২৪ বলে ৩৩)। এই জুটি দক্ষিণ আফ্রিকার বোলারদের ছেলেখেলা করে দেয়।

ভারতের মহাতারকারা—হরমনপ্রীত কৌর (৯), স্মৃতি মন্ধানা (২৩), জেমাইমা রদ্রিগেজ (০)—সবাই ব্যর্থ। অথচ রিচা, যাঁকে ফর্ম খারাপ বলে নিচে নামানো হয়েছিল, তিনিই দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন।

About The Author