পটনা: রাজ্যের প্রতিটি পরিবারের একজন পাবে সরকারি চাকরি, বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।
তিনি ঘোষণা করেছেন, মহাগঠবন্ধন সরকার গঠন করলে রাজ্যের প্রতিটি পরিবারে অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
পটনায় সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, “যে পরিবারে কেউ সরকারি চাকরি করেন না, সেখানে একজনকে চাকরি দেওয়া হবে। ২০ দিনের মধ্যে আইন পাস করব, ২০ মাসের মধ্যে বাস্তবায়ন করব।”
পরে সমাজমাধ্যমে তিনি জানান, এই উদ্যোগের জন্য ‘বিশেষ কর্মসংস্থান আইন’ আনা হবে। তিনি দাবি করেন, আগের জোট সরকারে ১৭ মাসে ৫ লক্ষ চাকরি দেওয়া হয়েছিল।
তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিহারের প্রায় ২.৭৬ কোটি পরিবারের মধ্যে কতজন যৌথ পরিবার, এবং বাজেটের সীমাবদ্ধতায় এই প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্ভব।
তেজস্বী বলেন, “আমরা বৈজ্ঞানিক সমীক্ষা করেছি। প্রতিটি পরিবারের তথ্য আমাদের কাছে আছে। এটা জুমলাবাজি নয়।”
এই প্রতিশ্রুতি যুব সমাজে সাড়া ফেললেও বিরোধীরা একে ‘ভোটের আগে প্রতারণা’ বলে কটাক্ষ করেছে।