নাগরাকাটায় হামলার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ত্রাণ সংগ্রহে নেমেছেন। কাপড় পেতে দোকানে দোকানে সাহায্য চাইলেন।
শিলিগুড়ি: শারীরিক আঘাত এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তবু দায়িত্ব থেকে সরে যাননি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আর আজ সকাল থেকেই তাঁকে দেখা গেল নিজের এলাকার বাজারে, দোকানে দোকানে ঘুরে ত্রাণ সংগ্রহ করতে।
ডান হাতে এলবো ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ—তবু কাপড় পেতে দোকানের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছেন। সঙ্গে রয়েছেন বিজেপির স্থানীয় কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, “নাগরাকাটার যে এলাকায় আমাদের ঘিরে হামলা হয়েছিল, সেই এলাকাতেই এই ত্রাণ পৌঁছে দেব। ওখানকার মানুষজনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ বলছেন, “এটাই প্রকৃত জননেতা”, আবার কেউ বলছেন, “রাজনীতি নয়, মানবিকতা বড়।”
উল্লেখ্য, গত ৬ অক্টোবর নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।