জলপাইগুড়ি: নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল দুই অভিযুক্ত।
জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের নাম আক্রামুল হক ও গোবিন্দ শর্মা।
ঘটনার ৫১ ঘণ্টা পর এই গ্রেপ্তারি ঘটল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্তের গতি বাড়ানো হয়েছে।
সাংসদ খগেন মুর্মু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মুখে ও চোখের নিচে গুরুতর আঘাত রয়েছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি গিয়ে দেখে এসেছি, আরোগ্য কামনা করেছি। তবে দুর্গত এলাকায় ৩০-৪০টি গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক ছিল?”
বিজেপি নেতারা এই মন্তব্যকে ‘দায় এড়ানোর চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন। রাজ্যপালও এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন।