‘গুন্ডারাজ চলছে’, ৩৫৫, ৩৫৬-র ভাবনা! বাংলার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা রাজ্যপালের

কলকাতা: উত্তরবঙ্গের বন্যা ও রাজনৈতিক হিংসার আবহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “বাংলায় যা হচ্ছে তা হওয়া উচিত নয়। গত কয়েকদিনে যা ঘটেছে, তা গণতন্ত্রের পরিপন্থী। অনেক জায়গায় গুন্ডারাজ চলছে।”

তিনি আরও বলেন, “সংসদ, বিধায়ক আক্রান্ত হচ্ছেন। পুলিশ নীরব। আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাঁদের, তাঁরাই ব্যর্থ হচ্ছেন। বাংলায় এখন ভয়ভীতির পরিবেশ। এটা চলতে পারে না।”

সূত্রের খবর, রাজ্যপাল তাঁর পর্যবেক্ষণ ও রিপোর্ট রাষ্ট্রপতির কাছে তুলে দিয়েছেন। যদিও রিপোর্টের বিস্তারিত প্রকাশ্যে আনেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

রাজ্যপালের মন্তব্য, “৩৫৫, ৩৫৬ সাংবিধানিক অপশন। তবে তার আগে অনেক বিষয় থাকে। আমি ভাবছি, কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ব্যক্তিগত সম্পর্ক ভালো, যোগাযোগও আছে। কিন্তু কাজের জায়গায় আলাদা দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যপালের এই পর্যবেক্ষণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

About The Author