ত্রিপুরাতে ঢুকতেই বাধা! রাজ্যে ঢুকতে দিচ্ছে না বিজেপির লোকেরা, অভিযোগ তৃণমূলের

আগরতলা: ত্রিপুরাতে ঢুকতে গিয়েই বাধা পেলেন কুনাল ঘোষ এবং সায়নী ঘোষরা। প্রতিবাদে বিমানবন্দরে ধর্না দিয়ে বসে পড়লেন তাঁরা।

বুধবার সকালে তৃণমূলের নয় সদস্যের প্রতিনিধি দল আগরতলায় নেমে শহরে ঢুকতে গেলে তাদের বাধা দেয় বেশ কিছু স্থানীয় যুবক, বলে অভিযোগ।

সায়নী, কুণালেরা অভিযোগ করেছেন, তাদের ক্যাব এবং ট্যাক্সি কোনওটাই নিতে দিচ্ছেন না ওই স্থানীয় যুবকেরা। কুনাল ঘোষ জানিয়েছেন, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, ত্রিপুরা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।

প্রশাসন একেবারেই নির্বিকার জানালেন সায়নী ঘোষ। এ দিন বিমানবন্দরে নেমে তৃণমূলের প্রতিনিধি দল বিমানবন্দরে বাইরে আসার চেষ্টা করলেই তাদের বাধা দেয় বেশ কয়েকজন স্থানীয় যুবক।

আবার বিমানে করে ফিরে যেতে বলে। প্রতিবাদ করতে গেলে চরম হুমকি দেওয়া হয় কুনাল ঘোষ এবং সায়নী ঘোষকে। এদিকে সায়নী ঘোষ জানিয়েছেন আমরা এর শেষ দেখেই ছাড়বো।

আমাদের অফিস কারা ভাঙচুর করল, এবং তাদের কি উদ্দেশ্য ? আমাদের না জানানো পর্যন্ত আমরা এই শহর ছেড়ে যাব না।

 

About The Author